বালাগঞ্জে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ৯:০৯:৪৩ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ওমর (রা:)দাখিল মাদ্রাসার পক্ষ থেকে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ২ ঘটিকায় মাদ্রাসা হলরুমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সদস্য আব্দুল কাইয়ুম সিদ্দিকীর সভাপতিত্বে মাদ্রাসা সুপার মো: আমির আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী, শিক্ষানুরাগী জুলেখ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী দেলোয়ার আল হুসাইন, মনসুর আলম, জয়নাল আবেদিন আজাদ, মানিক মিয়া, মহিবুর রহমান, জয়নাল মিয়া, হাফিজ মহিবুর রহমান, জয়নাল খান, আরিফুল ইসলাম, আব্দুর রহমান সহ এলাকার গণ্যমান্য সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।