বন্যার্তদের একদিনের বেতন প্রদান
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ৯:৩৩:২৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশে চলমান বন্যায় দুর্গতদের সহায়তায় প্রতিষ্ঠনিক সাহায্যের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই তাদের আয়ের একটা অংশ বন্যার্তদের জন্য দিয়ে দিচ্ছেন। এরমধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থাও রয়েছে।
বিমান বাহিনী: বিমান বাহিনীর সকল পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। শনিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ দেয়া হয়। দেশের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
সরকারি কর্মকর্তারা: এদিকে দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সকল সদস্যদের একদিনের বেতন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সকল সদস্য একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
ইউএস-বাংলা: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।