সিলেট মহানগর জামায়াতের সাবেক সাথী-সদস্য সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ৯:৫৫:০৮ অপরাহ্ন
ইনসাফভিত্তিক সমাজ গঠনে সাবেক
নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে
——ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই ইসলামবিদ্বেষী শক্তি আমাদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। আমাদেরকে ধ্বংস করতে গিয়ে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। ছাত্রজনতার বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাবেক ছাত্রনেতৃবৃন্দকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের কোন অবসর নেই, ক্ষেত্র বদল হয় মাত্র। তাই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সাবেক সদস্য ও সাথী ভাইদের আরো বেশী সক্রিয় ভুমিকা পালন করতে হবে। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।
তিনি শুক্রবার সিলেট মহানগর জামায়াত আয়োজিত সাবেক সদস্য ও সাথী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সেক্রেটারী মো: শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহাগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, ড. নুরুল ইসলাম বাবুল ও মো: জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা মুফতি আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, এডভোকেট ইয়াসিন খান ও মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার।
দারসুল কুরআন পেশ করেন হাফিজ আবু নকিব। ইসলামী সংগীত পরিবেশন করেন আবু হানিফ তারেক ও দেলোয়ার হোসেন প্রমূখ। বিজ্ঞপ্তি