আলোচিত-সমালোচিত বিচারপতি মানিক কারাগারে, বিক্ষুব্ধ জনতার ডিম-জুতা নিক্ষেপ
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ৯:৪৪:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বহুল আলোচিত-সমালোচিত সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়। এরপর ৪ টা ২০ মিনিটে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ৫৪ ধারায় আটক দেখিয়ে মানিককে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এসময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক সাবেক বিচারপতি মানিককে শনিবার সকালে পুলিশের জিম্মায় দেয়া হয় বলে জানান কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।
তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তার বিরুদ্ধে কোন মামলা থাকলে তাতে তাকে গ্রেপ্তার দেখানো হবে। জানা গেছে, টকশোতে সঞ্চালকের সাথে দুর্ব্যবহার করে সম্প্রতি ফের সমালোচনায় আসেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি সিলেটের কানাইঘাট উপজেলা দনা সীমান্ত এলাকা দিয়ে গোপনে দেশত্যাগ করে ভারত সীমান্তের অভ্যন্তরে ঢুকলেও শেষরক্ষা হয়নি। স্থানীয়দের সহায়তায় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনের কোন এক সময় সাবেক বিচারপতি মানিক স্থানীয় দালালদের মাধ্যমে দনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে সেখানে তাকে স্থানীয় কিছু লোকজন আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে কলাপাতায় শুয়ে থাকতে দেয়া যায়। এ সময় তাকে বলতে শোনা গেছে যে টাকা লাগলে তিনি দিবেন। “আমি এদেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য?”
স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, দনা পাতিছড়া গ্রামের কয়েকজন যুবকের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলের দিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মানিক। তবে সীমান্তেই তাকে আটক করে স্থানীয়রা। ভারতের অভ্যন্তর থেকে ফিরিয়ে দেশের সীমানায় আনা হলে বিজিবির সদস্যরা তাকে তাদের হেফাজতে নিয়ে যান।
স্থানীয়রা জানান, ঐসব যুবকের বাড়ি বাংলাদেশ-ভারতের সীমান্তঘেষা গ্রামে। তাই তারা ভারতে অবৈধভাবে বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করে থাকে বলে জানা গেছে। তাদের সহযোগিতায় আরো অনেকে সীমান্ত অতিক্রম করেছেন। রাত ১২টায় খবর পেয়ে দনা বিজিবি ক্যাম্পের হেফাজতে থাকা দেশের সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে দেখতে শত শত মানুষ ক্যাম্পের পাশে ভিড় করেন।