৩৬ ঘন্টা পর সিলেটের পথে ট্রেন চলাচল শুরু
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ১০:০৫:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বন্যায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে ৩৬ ঘন্টা বন্ধ থাকার পর শনিবার সিলেটের পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-সিলেট রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হওয়ায় সিলেট-চট্টগ্রাম রুটে এখনো রেল যোগাযোগ বন্ধ আছে। পরিস্থিতির উন্নতি হলে এ রুটেও রেল যোগাযোগ আবার চালু হবে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, বেলা সোয়া ১১টায় ঢাকা থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে আসে সিলেটে। সিডিউল অনুযায়ী বাকি ট্রেনও চলবে। এছাড়া রাতে সিলেট থেকে একটি ট্রেন ঢাকার দিকে আসবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বিভিন্ন স্থানে রেলওয়ে সেতু ও পথ ঝুঁকিতে ছিল। অনেক স্থানে রেলপথ পানিতে তলিয়ে গিয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়। আজ বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে জয়ন্তিকা এক্সপ্রেস রওনা হয়েছে। এটি সন্ধ্যা ৭টার দিকে সিলেট স্টেশনে পৌঁছার কথা রয়েছে।
এর আগে রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ৭১৭ নম্বর জয়ন্তিকা এক্সপ্রেস, ৭৭৩ নম্বর কালনী এক্সপ্রেস, ৭৩৯/৭৪০ উপবন এক্সপ্রেস এবং ১০ নম্বর সুরমা মেইল পরিচালনা করা হবে।
গত বৃহস্পতিবার সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ রেলওয়ের শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। হবিগঞ্জে রেল সেতু ডুবে যাওয়ার আশঙ্কা থাকায় এই পথে রেলযোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়।
তিনি জানিয়েছিলেন, ভারী বর্ষণের প্রভাবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে। পানির স্রোত সিলেট থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ‘খোয়াই সেতু’ ছুঁই ছুঁই। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। ফলে রেলযোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, ফেনীতে রেললাইন পানির নিচে থাকায় এখনও চট্টগ্রামের সঙ্গে সিলেটসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ আছে।