এই সরকার অত্যন্ত স্বচ্ছ, যথাসময়ে নির্বাচন দিবে : ডা. শফিক
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ১০:১০:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
সিলেট অঞ্চলে বন্যা পরিদর্শনে গতকাল শনিবার ব্যস্ত সময় পার করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বন্যার্তদের মাঝে ছুটে যান এবং বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় বক্তব্য রাখেন। এসব বক্তব্যে তিনি বর্তমান বন্যা পরিস্থিতিতে ভারতীয় আগ্রাসন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয় তুলে ধরেন এবং জামায়ত প্রতিহিংসার রাজনীতি করে জানিয়ে দেশ গড়ায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা বলেন। তিনি বলেন, এই সরকার অত্যন্ত স্বচ্ছ, দীর্ঘদিন ক্ষমতা আকড়ে রাখবে না, যথাসময়ে নির্বাচন দিবে।
দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণ শেষে বাজারে এক পথসভায় ডা. শফিক বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না। কেউ কোনো অন্যায় করলে আমরা আইনের হাতে তুলে দিবো। আইন তার বিচার করবে। আওয়ামীরা সবচেয়ে বেশি জুলুম করেছে জামায়াতে ইসলামীর উপর। সকল জ্বালা সহ্য করে এখনও অটল রয়েছে জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামী দেশের মানুষের সাথে আছে জানিয়ে তিনি বলেন, আগামী দিনের দেশ গঠনে আমরা সবাই মিলে একসাথে থাকবো। কুলাউড়া উপজেলার আমির আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক নওয়াব এমপি আলী আব্বাস খাঁন, সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক আমির আব্দুল মান্নান, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি ইয়ামির আলী, জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন শাহ, পল্টন থানার আমির শাহিন আহমদ খানসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
হবিগঞ্জ: এরআগে সকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমীর বলেন দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা বিদেশে পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে। আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ গুম, খুন, লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের মানুষের ওপর, ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এতটাই নির্যাতন করেছে যে, বিচারের ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে। হবিগঞ্জ জেলা আমীর মাস্টার আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী মহসিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
সমাবেশে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে দলটির আমীর বলেন, ‘জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে, আওয়ামী লীগের নির্বাহী আদেশই তো আমরা মানি না, অবৈধ কোনো সরকারের আদেশ বৈধ হতে পারে না। নিবন্ধনের বিষয়টি আদালতের রায়ের বিষয়, আমরা আইনগতভাবেই সেটি মোকাবিলা করব।’ ছাত্র আন্দোলনে হবিগঞ্জে নিহত ১৪ জনের পরিবারের সদস্যদের এক লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে উপজেলা জামায়াত আয়োজিত পথসভা ও ত্রাণ বিতরণে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সিলেট বিভাগসহ বাংলাদেশের বিভিন্ন নিম্নাঞ্চলীয় জেলায় সীমাহীনভাবে পানি বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষ জলমগ্ন হয়ে দুর্বিসহ জীবনযাপন করছেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের নদ-নদীর গেইট খুলে দেয়ায় বাংলাদেশের নদ-নদী দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের উচিত ছিল বাংলাদেশের সাথে কথা বলে পানি ছেড়ে দেয়া। তা না করে দেশের ভাটি অঞ্চলে পানি ছেড়ে দিয়ে ভারত জেনেভা আইনের লঙ্ঘন করেছে।
এসময় জামায়াত আমীর বলেন, আ’লীগ সরকার জামায়াতের উপর বিগত ১৫ বছরে যে জুলুম-অত্যাচার করেছে তা একটি গণতান্ত্রিক দেশের কাম্য নয়। ট্রাইব্যুনাল গঠন করে আমাদের জাতীয় নেতৃবৃন্দদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমাদের নেতা-কর্মীদের বাসা-বাড়িতে লুটপাট, ইজ্জত হনন ও বহু নেতা-কর্মীদের চোখ উপড়ে ফেলা হয়েছে। আমাদের উপর দিয়ে বয়ে যাওয়া তাদের জুলুম-অত্যাচার আমরা ক্ষমা করে দিয়েছি। ট্রাইব্যুনাল তৈরি করে তারা যেভাবে নিরপরাধ নেতৃবৃন্দদের ফাঁসি দিয়েছেন, এখন ওই ট্রাইব্যুনালে তাদের বিচার করা হবে।
রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারির মিছবাউল হাসানের পরিচালনায় সকাল ১১টা থেকে অনুষ্ঠিত এ পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট দক্ষিণ জেলা আমীর অধ্যাপক আব্দুল হান্নান, আঞ্চলিক টিম সদস্য ও সাবেক জেলা আমীর মো. আব্দুল মান্নান, জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মো. আলা উদ্দিন শাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, ছাত্রশিবির শহর সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি হাফেজ আলম হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি মাওলানা আহমেদ ফারুক, পৌর সেক্রেটারী আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, ছাত্রশিবির শহর সেক্রেটারি মাসুদ রানা তুহিন, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, রাজনগর উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ মোঃ শাহাব উদ্দিন, রাজনগর সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন বাবলু, টেংরা ইউনিয়ন সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ।
পরে আমীরে জামায়াত প্রতি মোড়কে ১৫ কেজি ওজনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রায় ২শ অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করেন। পরে জেলার নিজ উপজেলা কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় পথসভা শেষে প্রায় ৩শ জন বন্যার্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।