বানভাসিদের সহায়তায় এগিয়ে আসুন : নাসের রহমান
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ১০:১৯:৫৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান জেলার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সর্বস্থরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন। শনিবার বিকালে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর লোকনাথ মন্দির ও মাইজপাড়া দাখিল মাদ্রাসাসহ আরও কয়েকটি স্থানে ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে বন্যার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত বানভাসিদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন বিএনপি সবসময়ই জনগণের পাশে রয়েছে। দেশ ও জাতির কল্যাণে কাজ করা বিএনপির লক্ষ্য উদ্দেশ্য। বিএনপি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দল নয়। আমাদের প্রথম ও শেষ ঠিকানাই এই দেশ। দেশনেত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াই এর জ্বলন্ত প্রমাণ। এ সময় তিনি জেলার বন্যা কবলিত এলাকায় দুর্গত পাশে সার্বিক সহযোগিতা নিয়ে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। ত্রাণ বিতরণের বিষয়ে জেলা বিএনপির লাগাতার কর্মসূচিরও কথা জানান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের শুকনো খাবার বিতরণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা প্রবীণ আইনজীবী সুনীল কুমার দাস, সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুকিত, আশিক মোশারফ, হেলু মিয়া, জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরওয়ার মজুমদার ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদুর রহমান আবিদ, মামুন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজিব, সোহাগ আহমদ, হাসান আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু আহমদ, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুত্র ধর প্রমুখ।