বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রস্তাব পাক প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ১০:৪১:১৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে অব্যাহত মৌসুমি বৃষ্টিপাত ও পরবর্তী বন্যায় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে এক চিঠির মাধ্যমে এই প্রস্তাব দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাক গণমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে লেখা এক চিঠিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা আছি। শেহবাজ আরও বলেন, বাংলাদেশের মানুষ এই কঠিন সময়ে সাহস ও ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং ইউনুসের নেতৃত্বে দেশটি শিগগিরই এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসবে। তিনি বাংলাদেশকে যে কোনো ধরনের সহায়তা প্রদানের জন্য পাকিস্তানের প্রস্তুতির কথাও জানান। উল্লেখ্য গত ১৯ আগস্ট দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছিলেন শেহবাজ।