ইসরাইলের রাতভর হামলা, নিহত ৩৭ ফিলিস্তিনি
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ১০:৪২:৪৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: রাতভর গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে কমপক্ষে ৩২ জনের মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী উত্তর গাজায় তীব্র হামলার মধ্যে নতুন করে সেখানকার বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। গাজার উত্তর এলাকা, মধ্য এলাকা এবং দক্ষিণেও তীব্র হামলা চলছে।
এদিকে, মিশরের রাজধানী কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনাকে ’গঠনমূলক’ বলে আখ্যা দিয়েছ হোয়াইট হাউস। তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। চুক্তি বাস্তবায়নের জন্য সকল পক্ষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার দুই পক্ষের মধ্যস্থতাকারীদের সাথে পুনরায় বৈঠক করে আলোচনা এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। ইসরাইলের গাজায় আক্রমণের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার ২৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৩ হাজার ১৪৪ জন।