জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৬:২৫:২৪ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে কোনো মামলা না করে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুড়ী। শনিবার রাতে জুড়ীর সংবাদকর্মীদের নিকট পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ীর প্রধান সমন্বয়ক ওসমান গনি, সমন্বয়ক তানভীর মাহতাব ভূইয়া, মোঃ হাসানুজ্জামান শোয়েব, রিয়াদুল ইসলাম সুফিয়ান, সহ-সমন্বয়ক মাহফুজ, আব্দুর রব, মোহাম্মদ ইব্রাহিম ও তাহসিন রহমান রাজিন স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ী উপজেলার প্রধান ও সহ-সমন্বয়কবৃন্দ সংবাদ বিবৃতির মাধ্যমে সকলকে অবগত করতে চাই যে, আমরা ছাত্র অন্দোলনের সকল কর্মীবৃন্দ সকল ঘটনাসমূহের বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমরা সকল বিষয়েই নিজেরা নিজেদের উদার মানসিকতার বহি:প্রকাশ প্রদর্শন করবো। আমরা আমাদের উপর হামলার বিষয় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করছি যে, আমরা নিজেরা উদারতা, সৌন্দর্য্য, ন¤্রতা ও শুদ্ধতার প্রতীক হয়ে থাকতে চাই। যার কারণে আমাদের আন্দোলনে হামলার বিষয়ে আমরা কোন পদক্ষেপ নিবোনা। কারণ আমরা বিশ্বাস করি ক্ষমা মহৎ গুণ এবং হামলাকারীদের মধ্যে এই বার্তা দিতে চাই যে, ক্ষমার মাধ্যমে আমরা তোমাদের ওপর প্রতিশোধ নিয়েছি। এ বড় মধুর প্রতিশোধ। কেননা, আমাদের সাথে করা আপনাদের ব্যবহারের বিনিময় আমরা কিভাবে দিচ্ছি দেখুন, দেখে নিজেদের মানসিকতার পরির্বতন করুন, শিক্ষা নিন।
আমরা সকল ছাত্র-ছাত্রীদের (আন্দোলনকর্মী) সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাচ্ছি যে, আমরা কোনো মামলা করবোনা এবং সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করছি। তবে আমাদের বাইরে কোনো অভিভাবক বা কোন নাগরিক যদি স্ব-প্রণোদিত হয়ে মামলা করতে চান তা উনি বা উনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো উনারা যেনো কোনোভাবেই প্রতিহিংসা না দেখান এবং কেবলমাত্র প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। মামলা করার ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম যেনো কোনো ভাবেই না আসে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে, হামলাকারীদের ক্ষমা করার মাধ্যমে আমরা তাদের অনুতপ্ত করাতে এবং মানসিকতার পরির্বতন ঘটাতে পারবো, যা হবে অধিক ফলপ্রসূ এবং মানবিকও। এর আগে গত ২১ আগস্ট প্রধান সমন্বয় ও সমন্বয়কবৃন্দ এবিষয়টি জুড়ী থানার ওসিকে লিখিতভাবে অবগত করেন।