আগুনে পুড়লো ৬ দোকান, দুই কোটি টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৬:২৮:২৩ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের মঙ্গলপুর বাজারে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। ভয়াবহ এ অগ্নিকা-ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
রোববার রাত ১১টার দিকে উপজেলার মঙ্গলপুর বাজারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশেপাশের লোকজন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বাজারের বেশ ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন- আল আমিন ,নুরুল হক, ডাক্তার হামিদ, বদরুল ইসলাম, শামসুল ইসলাম, আব্দুল জব্বার।
পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তিনি ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি ও বেসরকারী সহায়তা দাবি করেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেন, দোয়ারাবাজারের মঙ্গলপুর বাজারে এ ঘটনা ঘটে। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের বেড়া হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমরা ক্ষয়ক্ষতি লিস্ট করেছি উপজেলা প্রশাসন থেকে সাহায্য করা হবে।