অতিরিক্ত সচিব ভোক্তার উপপরিচালক ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৬:৫২:০৭ অপরাহ্ন
বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো: ফখরুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারী হয়েছে। উল্লেখ্য ফখরুল বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা।
ফখরুল ইসলাম মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার বিহালা গ্রামের শিক্ষক মরহুম মো: আব্দুস সোবহানের দ্বিতীয় ছেলে। যোগাযোগ করা হলে ফখরুল ইসলাম পদোন্নতি পাওয়ায় মহান আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাঁর সাথে যে অন্যায় ও অমানবিক আচরণ করেছে তার পুনরাবৃত্তি যেন আর কোন মানুষের সাথে না হয়। আগামী পেশা জীবনের শান্তি ও সফলতার জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি