মৌলভীবাজারে নদীর পানি কমলেও আতঙ্ক কাটেনি
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৭:৪০:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুশিয়ারা, মনূ, ধলাই ও জুড়ী নদের পানি কমলেও দুশ্চিন্তা এখনও কাটেনি। লাগাতার বৃষ্টি ও ভারতের ঢলে আবারও পানি বাড়তে পারে বলে জানিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। এদিকে, জেলার কাউয়াদিঘী হাওরে মনূর পানি ঢুকে যাওয়ায় রুপা আমনসহ প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়মিত বুলেটিনে জানায়, মৌলভীবাজার শহর দিয়ে ঘেঁষে যাওয়া মনু নদের চাঁদনীঘাট সেতুতে পানি বিপদসীমার ২ সে.মি উপর দিয়ে, মনূ নদের রেলওয়ে সেতুতে বিপদসীমার ২৩৫ সে.মি নিচ দিয়ে, ধলাই নদে বিপদসীমার ২৯০ সে.মি নিচ দিয়ে, কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে বিপদসীমার ২ সে.মি উপর দিয়ে ও জুড়ী নদে ১৬৪ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনূ নদের রাজনগর উপজেলার কদমহাটায় প্রায় ১ সপ্তাহ আগে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ায় পাশের কাউয়াদিঘী হাওরের রুপা আমন ধান তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার ৯টি ইউনিয়ন। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি টাকার। নাম প্রকাশে অনিচ্ছুক হাওর পাড়ের একাধিক ব্যক্তি জানান, পানি উন্নয়ন বোর্ড মনূর পানি না আটকিয়ে আমাদের বিশাল একটি ক্ষতির মুখে ফেলে দিলো।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, কদমহাটা এলাকায় ভেঙ্গে যাওয়া প্রতিরক্ষা বাঁধ মেরামত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দু-একদিনের মধ্যে কাজ শুরু করতে পারবো।