বিয়ানীবাজারে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৭:৪৩:১১ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ বলেছেন, গত ৫ আগস্টে সৃষ্ট ঘটনায় লুট হওয়া অস্ত্র ও মালামাল আগামী ৩০ আগস্টের মধ্যে থানায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ যে কারো মাধ্যমে নির্ভয়ে জমা দিলে পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে না। পহেলা জুলাই থেকে বিভিন্ন ফুটেজ দেখে লুটপাটকারিদের বিরুদ্ধে অভিযানে নামবে পুলিশ।
বিয়ানীবাজার থানায় যোগদানের পর তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন। শনিবার রাতে বিয়ানীবাজার থানায় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে অপরাধমুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
মতবিনিময় সভায় অংশ নেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সহ সভাপতি শাহেদ আহমদ ও কার্যনির্বাহী সদস্য আহমদ রেজা চৌধূরী, রিপোর্টাস ইউনিটির সভাপতি এহসান খোকন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু, প্রেসক্লাবের সদস্য জয়নুল ইসলাম, এস. আর শহিদ, কাজী ফাহিম, তাহের আহমদ, আক্তার হোসেন, মাওলানা আবুল কালামসহ সাংবাদিকরা।