কমলগঞ্জে জন্মাষ্টমীর টাকা দিয়ে বন্যার্তদের ত্রাণ বিতরণের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৮:০১:৪৮ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে জন্মাষ্টমীর পূজার টাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ। গত শুক্রবার রাতে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের এই সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করেছে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ ও সাধারণ সম্পাদক প্রত্যুষ ধর জানান, কমলগঞ্জ উপজেলাসহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে এবং বর্তমান জনদুর্ভোগের প্রতি শোকস্তব্ধ হয়ে কমলগঞ্জে জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যে এবারের জন্মাষ্টমীতে কোন প্রকার শোভাযাত্রা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না। শুধুমাত্র শ্রীকৃষ্ণের পূজার্চ্চনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবারের জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। সর্ব সিদ্ধান্তক্রমে বরাদ্দকৃত শোভাযাত্রা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অর্থ ব্যয় করা হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ধীরেন্দ্র কুমার ধর, কমল রজক, করুনা শর্ম্মা, অলক দেব, নির্মল সিংহ পলাশ, সজল শীল, সঞ্জয় কান্তি দেব, প্রত্যুষ সিংহ, সুমন দেব, দুলাল ছত্রী, গোপেশ দত্ত, রিপন পাল, কৃষ্ণগোপাল সিংহ, বিষ্ণু পাল প্রমুখ।