শ্রমিক কল্যাণ ট্রেড ইউনিয়ন থানা-২ এর কর্মী শিক্ষা বৈঠক
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৮:০৯:৫৮ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, শ্রমজীবীদের রক্ত ঘামে দেশের অর্থনীতি সচল হলেও তারাই সবচেয়ে লাঞ্ছিত-বঞ্চিত জনগোষ্ঠী। ছাত্রজনতার আন্দোলনে দীর্ঘ আওয়ামী দুঃশাসনের ইতি ঘটেছে। সেই আন্দোলনে শ্রমজীবী মানুষও নিহত ও আহত হয়েছে। কিন্তু প্রচারণার অভাবে বিষয়টি সামনে আসছেনা। সরকারের উচিত বিগত ছাত্রজনতার আন্দোলনে নিহত ও আহত শ্রমিকদের পাশে দাঁড়ানো। শ্রমজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে হবে।
তিনি শনিবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন ট্রেড ইউনিয়ন থানা-২-এর সাংগঠনিক ও চাঁদা পক্ষ উপলক্ষে অনুষ্ঠিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগরের ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি মোঃ দিলশাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদারের পরিচালনায় জিন্দাবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, কোতোয়ালী থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহমান, থানা সাংগঠনিক সম্পাদক রুস্তম আলম কুদ্দুস, জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রহিম, সিলেট সদর অটো রাইসমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী তাজুল, মহানগর দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলুর রহমান শিপু, মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক জুবের আহমদ, সদর ইলেক্ট্রনিক নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ফরিদ আহমদ, সদর দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী মনসুর আলী, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুন্না আহমদ, সংবাদপত্র ও হকার্স শ্রমিক ইউনিয়নের সহ সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, শ্রমিক নেতা শাহরিয়ার ইমন মিয়া, শাহজাহান মিয়া, জাকির হোসেন ও মোস্তফা কামাল প্রমূখ। বিজ্ঞপ্তি