বিবেকানন্দ চর্চা পর্ষদের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৮:১০:৫৪ অপরাহ্ন
বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের উদ্যোগে বন্যার্তদের সাহায্যার্থে তহবিল গঠন কল্পে এক জরুরী সভা শনিবার সন্ধ্যা ৭টায় মির্জাজাঙ্গালে অনুষ্ঠিত হয়। বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভূষণ দাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পর্ষদের সহ সভাপতি রূপক ভট্টাচার্য্য, ফণী ভূষণ সরকার, সহ অধ্যাপক ইন্দ্রজিত রায়, ব্যাংকার অরুণ কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক সংগীতশিল্পী নন্দলাল গোপ, যুগ্ম সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাশ, সহ সম্পাদক সুনির্মল চক্রবর্ত্তী, এন.জি.ও. কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, সহকারী অধ্যাপক নরেশ চন্দ্র রায়, এডভোকেট সুব্রত কুমার রায়, সহ সাংগঠনিক সম্পাদক রমাকান্ত গুপ্ত রুপু প্রমুখ।
সভায় দ্রুততম সময়ের মধ্যে রামকৃষ্ণ মিশন হবিগঞ্জের সার্বিক সহযোগিতায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি