জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৮:৫৮:৫৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাকর্মীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদ হত্যার প্রতিবাদে গত ১৮ জুলাই জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারে ছাত্র সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ মিছিলে আ.লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২২ আগস্ট প্রতিবাদী ছাত্রদের পক্ষে আরিফুল ইসলাম বাদী হয়ে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ছদরুল ইসলাম এবং রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ সহ আ.লীগ ও অঙ্গ-সংগঠনের ১৭ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
এতে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ ছদরুল ইসলাম ও রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদের নেতৃত্বে স্থানীয় ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা মিছিলকারী ছাত্রদের উপর হামলা চালিয়ে মারপিটের অভিযোগ আনা হয়।