রাজনগরে শতাধিক বন্যার্ত পরিবারে ইক্বরা’র খাদ্য সহায়তা
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৯:০৬:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগরে শতাধিক বন্যার্ত পরিবারে রোববার খাদ্য সহায়তা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন ইকরা ইন্টারন্যাশনাল। রাজনগরের কামার চক ইউনিয়নের মশাজান, একাসন্তোষ সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন ইক্বরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ারম্যান সিলেট প্রেসক্লাবের দীর্ঘকালীন সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। বিশিষ্ট সমাজসেবী আব্দুস শহিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্গানাইজেশনের সেক্রেটারী বদরুল আমীন হারুন। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা অতীতের সকল দুর্যোগের মতো আগামীতেও দুর্গতদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তারা যুক্তরাজ্য প্রবাসী দাতাদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন রাজনগর ইসলামি সোসাইটির সেক্রেটারি আবু রাইয়ান শাহীন, ডা. সাইফুল্লাহ মোহাম্মদ তানবীর সহ আরো অনেকে।
একসাথে প্রয়োজনীয় সকল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে দাতাদের জন্য দোয়া করেন উপকারভোগীরা। এছাড়া এমন দুঃসময়ে অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য ইক্বরা ইন্টারন্যাশনাল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।