মৌলভীবাজারে বন্যায় ৩৯ হাজার ৪শ ৮২ হেক্টর রোপা আপন তলিয়ে গেছে
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৬:০৩:১৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে চতুর্থবারের বন্যায় জেলার ৭ উপজেলার বসতি ও কৃষি খাতের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় জেলায় ৩৯ হাজার ৪শ ৮২ হেক্টর রোপা আপন তলিয়ে গেছে। সোমবার এমনটি জানিয়েছে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অধিদপ্তর আরও জানায়, রোপা আমন মৌসুমে এ বছর মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার ৬শ ২৭ হেক্টর, রাজনগরে ৯ হাজার ৭শ ৮০ হেক্টর, শ্রীমঙ্গলে ৪ হাজার ৮শ হেক্টর, কমলগঞ্জে ৭ হাজার ৫ হেক্টর, কুলাউড়ায় ৭ হাজার ৮শ ১০ হেক্টর, বড়লেখা উপজেলায় ১ হাজার ৬শ ৫০ হেক্টর ও জুড়ী উপজেলায় ৪ হাজার ৮শ ১০ হেক্টর জমি তলিয়ে গেছে। সংশ্লিষ্ট দফতর আরও জানায়, গেল বছর জেলাজুড়ে ১ লাখ ১ হাজার ৫০ হেক্টর জমি চাষাবাদ করা হয়। এবার তলিয়ে গেছে ৩৯ হাজার ৪শ ৮২ হেক্টর। এখনও আবাদ হয়েছে ৬১ হাজার ৫শ ৬৮ হেক্টর। গেল বছর চলতি মৌসুমের রোপা আমন ২ লাখ ৯৯ হাজার ৩০৯ মে.টন ধান উত্তোলন করা হয়।
জেলার রাজনগরের মনূ নদের কদমহাটায় ১ সপ্তাহ আগে ঢলে ৩টি প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিলে কাউয়াদিঘী হাওরে দ্রুতগতিতে পানি প্রবেশ করে রাজনগর উপজেলা সদরে কোমরসম পানি প্রবাহিত হয়ে বাসা বাড়িতে প্রবেশ করে। এই বাঁধ ভাঙ্গা ঢলে শুধু কাউয়াদিঘী হাওরে ১৩ হাজার ৪শ ৭ হেক্টর রূপা আমন তলিয়ে গেছে।
এদিকে, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ সোমবার এ প্রতিবেদককে বলেন, এবার ৩৯ হাজার ৪শ ৮২ হেক্টর আমন তলিয়ে গেছে। গত বছর ২ লাখ ৯৯ হাজার ৩০৯ মে.টন ধান উৎপাদন হয়েছে। এবার সেই লক্ষ্যমাত্রা পিছিয়ে গেলো।