সাংবাদিক মকসুদের মৃত্যুতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৬:০৬:২৬ অপরাহ্ন
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোকবার্তায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক শরীফ আহমদ বলেন, মকসুদ আহমদ সাংবাদিকতার অঙ্গনে পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে সাংবাদিকরা হারিয়েছেন তাদের এক বিশ^স্তজনকে এবং দেশ হারিয়েছে সত্য কলম সৈনিককে।
পৃথক এক শোক বার্তায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক শরীফ আহমদ সিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রাক্তন পরিচালক সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি