কুলাউড়ায় আ.লীগের ৮৩ জনের নামে বিস্ফোরক আইনে মামলা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৬:১৪:২৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী সমর্থিত ইউপি চেয়ারম্যানসহ ৮৩ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। গত ২৪ আগস্ট পারভেজ মিয়া (৪০) নামের এক ব্যক্তি থানায় বাদী হয়ে ৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে এ মামলা করেন। সোমবার (২৬ আগস্ট) সকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনুকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সহ সভাপতি শফিউল আলম সফি ও অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ বখস, কুলাউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন ও কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
পারভেজ মিয়া মামলায় উল্লেখ করেন, গত ১৮ জুলাই বেলা ১১টার দিকে কুলাউড়া পৌর শহরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে স্লোগান দিলে মামলার প্রধান আসামিসহ অন্যান্যদের নির্দেশে শহরের মিলিপ্লাজার সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে শিক্ষার্থীসহ তাকে মারধর করে। এতে তিনিসহ অনেকেই গুরুতর আহত হন। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ে সরকারি হাসপাতালে না গিয়ে নিজস্ব পরিচিত ডাক্তারের মাধ্যমে আত্মগোপনে থেকে সবাই চিকিৎসা নেন।
ওসি বিনয় ভূষন রায় বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তসাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।