সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের র্যালি
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৬:১৬:৫৫ অপরাহ্ন
শুভ জন্মাষ্টমী-১৪৩১ উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সোমবার সকাল ৯টায় নগরীর মির্জাজাঙ্গাল নিম্বার্ক আশ্রমের সামনে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে র্যালিটি নগরীর বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিম্বার্ক আশ্রমে গিয়ে সমাপ্ত হয়। র্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিহির দেব, রজত কান্তি চক্রবর্তী ও শুকান্ত গুপ্তের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, সিলেট সিটি কেের্পারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, সাবেক ট্রাস্টি নিহার রঞ্জন দাশ, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সুব্রত দে, রনবীর চক্রবর্তী হারান, কৃপেশ পাল, নির্মল সিনহা, বিশ^জিত গুণ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, প্রদীপ কুমার দেব, এডভোকেট শংকর কুমার দেব, চন্দন দাস, এডভাকেট রঞ্জন ঘোষ, দীপক রায়, অরুণ দেবনাথ সাগর, এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, হারাধন দেব প্রবাস, দীপক কুমার দাস, সুশেন দে, দীপন আচার্য্য, শর্মীলা দেব পুরবী, মৃনাল চৌধুরী, বিজয় ভূষণ ধর, ইঞ্জিনিয়ার নিতাই পাল, ভানু লাল দাস, হিরন গাস্বামী রিপন, সুমন্ত গুপ্ত, স্বপন চক্রবর্তী, অমিত ত্রিবেদী, অর্জুন ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি