দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৬:১৮:৩০ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণের বিষয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক প্রতিক্রিয়া সভা সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের তয়তলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণআন্দোলনের ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বিশে^র ইতিহাসে এটি সেরা গণঅভ্যুত্থান। এমপি থেকে শুরু করে সরকারি দলের প্রভাবশালী নেতাদের মধ্যে কে দুর্নীতি করে বিপুল অংকের মালিক হয়নি, তা খোঁজে পাওয়া এখন দুষ্কর। প্রধান উপদেষ্টার ভাষণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও সংবিধানে থাকা ন্যায়পাল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, দেশের মধ্যে একমাত্র সংগঠন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম দীর্ঘদিন ধরে রাজপথে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ও ন্যায়পাল কার্যক্রম চালুর বিষয়ে আন্দোলন করে আসছে। নেতৃবৃন্দ বলেন, জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রত্যাশা ফুটে উঠেছে। এটা বাস্তবায়িত হলে গণঅভ্যুত্থান সফলতা জনগণ ভোগ করবে।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য, সাবেক ছাত্রনেতা আব্দুল গফুর, অরুণ চন্দ্র নাথ এডভোকেট, রফিকুল ইসলাম শিতাব প্রমুখ। বিজ্ঞপ্তি