কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৭:৩৬:৪২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যাকবলিত টিলাগাঁও ইউনিয়নে নিঃস্ব সহায়ক সংস্থা সিলেটের (এনএসএস) উদ্যোগে ও কবা ইউএসএ’র অর্থায়নে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার সকালে টিলাগাঁওয়ের মিয়ারপাড়া ও হাজীপুরে দুইশত পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে ও সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের সঞ্চালনায় ত্রাণ বিতরণীতে প্রধান অতিথি ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমেদ চৌধুরী। প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশবাসীকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান কামাল উদ্দিন ভুঁইয়া, ইউপি সদস্য জুনাব আলী, আব্দুল বাছিত ও সমাজসেবক হোসেন আহমদ প্রমুখ।
সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ জানান, বন্যার্তদের মাঝে বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, আলু, চিড়া, পেঁয়াজ, লবণ, চিনি, সয়াবিন, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। তিনি জানান, সংস্থার সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আনোয়ারুল হক চৌধুরী পারেকের অর্থায়নে বন্যার্তদের মধ্যে ওষুধও বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে লংলা ইউনাইটেড ও সৈয়দ হিমেল স্পোর্টিং ক্লাব রাউৎগাঁওয়ের সদস্য গোলাম মাওলা চৌধুরী দোহা, নাইম উদ্দিন, সৈয়দ নাবিল আহমদ, সৈয়দ নয়ন আহমদ, সৈয়দ আব্দুল্লাহ, দিদার আহমদ, সিয়াম আহমদ, রিপন আহমদ, রেফুল মিয়া, কাহেল আহমদ ও ইজু মিয়া সহযোগিতা করেন।