সাহিত্যপত্র ছায়ালাপ-৫’র প্রকাশনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৭:৩৮:৩০ অপরাহ্ন
সিলেট মোবাইল পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেছেন, সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র ‘ছায়ালাপ’ এর প্রকাশনা বাইশ বছর ধরে চলমান। ‘ছায়ালাপ-৫’ মোবাইল পাঠাগারের এক যুগান্তকারী সাফল্য। তার ধারাবাহিকতা অব্যাহত থাকলে ইতিহাস সৃষ্টি করবে পাঠাগার।
তিনি শনিবার সন্ধ্যায় নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র ‘ছায়ালাপ-৫’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক, ছায়ালাপ সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।
প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি আমিনুল ইসলাম, ‘আল-ইসলাহ’ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মোবাইল পাঠাগারের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মোয়াজ আফসার, পাপড়ি প্রকাশনীর স্বত্বাধিকারী কামরুল আলম, ঔপন্যাসিক আলেয়া রহমান ও সিরাজুল হক।
এছাড়া লেখাপাঠ ও বক্তব্য রাখেন, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি ও শিক্ষক সুফি আকবর, কবি সোলেমান রাসেল, ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার, গল্পকার জেনারুল ইসলাম, শিল্পী বাহা উদ্দিন বাহার, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কে. এম মাহমুদুর রহমান, মাহবুবুর জোনাঈদ, তরুণ লেখক মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী তালহা, ওয়াহিদুর হক জগলু, রুফিয়া আক্তার, সোহেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন ছড়কার ও চিত্রশিল্পী কবির আশরাফ । বিজ্ঞপ্তি