মহালয়া উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৭:৩৯:১১ অপরাহ্ন
বন্যার্তদের সাহায্যার্থে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বাংলার কার্যকরী পরিষদের এক জরুরী সভা রোববার রাত ৮টায় নগরীর মির্জাজাঙ্গালে অনুষ্ঠিত হয়েছে।পরিষদের সভাপতি বিনয় ভূষণ তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ^াসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা শাবিপ্রবির অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়। ম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের আহবায়ক শিবব্রত ভৌমিক চন্দন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী স্বপন চক্রবর্ত্তী, প্রাক্তন সম্পাদক এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি অসিত কুমার সূত্রধর, যুগ্ম সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাশ, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, সহ সম্পাদক মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, রজত চক্রবর্তী, সুনির্মল চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর দে চপল, সহ সাংগঠনিক সম্পাদক রমা কান্ত গুপ্ত রূপু, প্রকৌশলী নিতাই পাল, সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী প্রমুখ।
সভার সিদ্ধান্তক্রমে পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী ৩০ আগস্ট শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা বাজারস্থ বন্যাকবলিত এলাকার দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এ ব্যাপারে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের কার্যকরি পরিষদের সম্মানিত সদস্যবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি