রাজনগরে বন্যার্তদের খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৯:০৩:০১ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বন্যায় প্রায় ২ লক্ষ ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কামারচাক ইউনিয়ন। এই ইউনিয়নের প্রায় ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে সাউথ সিলেট কোম্পানী লিমিটেড।
রোববার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসিব হোসেন খানের তত্ত্বাবধানে কোম্পানির জেনারেল ম্যানেজার শাহাব উদ্দিন আহমদ কামারচাক ইউনিয়নের ইসলামপুর ও আদমপুর এলাকায় বানভাসি ৫০০ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, সমাজসেবক সৈয়দ মঈনু হোসেন, কোম্পানির কর্মকর্তা শফিক আহমদসহ অন্যান্য কর্মচারীরা ও অত্র এলাকার ছাত্র সমাজ ও সমাজসেবী।