পুলিশের গুলিতে নিহত শ্রমিক পরিবারে জামায়াতের অনুদান
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৯:১৩:৫৯ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ঢাকায় নিহত শ্রমিক সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সোহাগ মিয়ার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাহাপুর গ্রামে নিহত সোহাগ মিয়ার পরিবারের খোঁজখবর নিতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ হাবিবুর রহমান।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড: নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মজলিসে মোফাসেরিনের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুস ছালাম আল-মাদানী, জামায়াতের সুনামগঞ্জ জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, জেলা জামায়াতের নায়েবে আমীর মো: আব্দুল্লাহ্, এড: শামসুদ্দিন, জেলা জামায়াতের সেক্রটারী মমতাজুল হাসান আবেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নুরুল ইসলাম।
উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মো: ফখরুল ইসলাম চৌধুরী, দলীয় নেতা আ: মুহিত, খাইরুল কবীর চৌধুরী এসদোহা, সাইফুল ইসলাম, মোশায়েল আহম্মদ, আকিকুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সব সময় শান্তিতে বিশ্বাসী। দুনিয়া ও আখেরাতের কল্যাণে কাজ করে যাচ্ছে। অতীতে জামায়াতে ইসলামীর সম্পর্কে অনেক বিভ্রান্ত ছড়ানো হয়েছে। বিগত ১৫ বছরের অবৈধ স্বৈরাচারী সরকার ইচ্ছাকৃতভাবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আপ্রাণ চেষ্টা করেছে। যারা অন্যায় জুলুম ও মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকেই গজব নেমে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলকেই বীর যোদ্ধা হিসাবে আখ্যায়িত করে তারা বলেন, আগস্ট মাসের ৫ তারিখে আল্লাহর পক্ষ থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের ছাত্র জনতার ঐক্যে জুলুমবাজ আওয়ামী লীগের সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছেন। দীর্ঘ শতশত বছরেও এমন ইতিহাস বাংলার বুকে নেই। যারা জুলুমকারী তাদের পলায়ন এভাবেই নিশ্চিত হয়।
পরে নিহতের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন নেতৃবৃন্দ। এর পূর্বে মধন্যনগর উপজেলায় দুপুরে একটি পরিবারেও আর্থিক অনুদান প্রদান করেন তারা।