সীমান্তে চিনি বহন করতে গিয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৯:১৯:৪৩ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট সুরইঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে চিনি আনতে গিয়ে আব্দুল কাদির (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার স্থানীয় সিঙ্গারীপাড় জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেল ২টার দিকে সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের সরকারি আশ্রয় কেন্দ্রে বসবাসরত আইয়ুব আলীর ছেলে আব্দুল কাদির (৪০) ও তার কিশোর ছেলে সোহাগ (১২) সহ কয়েকজন সীমান্তের সোনাতনপুঞ্জি এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে চিনি আনতে যান। বিকাল ৪টার দিকে চিনি নিয়ে ছেলেকে সাথে করে ফেরার পথে সীমান্ত এলাকার ১৩১৩নং পীলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে একটি টিলার উপরে পৌঁছালে আব্দুল কাদির হঠাৎ অসুস্থতা বোধ করেন। এ সময় আব্দুল কাদির মাটিতে পড়ে যান এবং বমি করতে করতে তিনি মৃত্যুবরণ করেন। সোহাগ তাৎক্ষণিক সেখান থেকে বাড়িতে এসে পিতার মৃত্যুর বিষয়টি মা হোসনা বেগম সহ আশপাশের লোকজনদের জানায়। পরে আব্দুল কাদিরের স্ত্রী হোসনা বেগম ও ছেলে সোহাগ আহমদ স্থানীয় ইউপি চেয়ারম্যান মাও. জামাল উদ্দিনকে আব্দুল কাদিরের মৃত্যুর বিষয়টি জানান। পরে আব্দুল কাদিরের শ্যালক সেবুল আহমদ, বাউরভাগ ২য় খন্ড গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র জসিম উদ্দিন, ছেলে সোহাগ আহমদ সহ কয়েকজন মিলে আব্দুল কাদিরের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
সীমান্ত এলাকায় আব্দুল কাদিরের মৃত্যুর বিষয়টি জানতে পেরে কানাইঘাট থানা পুলিশ আব্দুল কাদিরের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ওমেক হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে রোববার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
থানার সেকেন্ড অফিসার এস.আই সোহেল মাহমুদ জানান, যেহেতু আব্দুল কাদির সীমান্ত এলাকায় মারা গেছেন, এজন্য তার লাশ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে।