জন্মাষ্টমী উপলক্ষে কানাইঘাটে শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৯:২৬:২৫ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: শ্রীকৃষ্ণের ৫২৫০ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে কানাইঘাটে সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। সোমবার সকাল ১১টায় পৌরসভার রায়গড় দুর্গামন্ডপ থেকে বর্ণাঢ্য র্যালী বের করে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে নগর সংকীর্তনের পর র্যালিটি কানাইঘাট উপজেলা রোড হয়ে বাজার ও ডাকবাংলো প্রদক্ষিণ শেষে নিকুঞ্জ বিহারী দাস (বাদল) বাড়ির পূজা মন্ডপে এসে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সলিল চন্দ দাস, সহ সভাপতি হরিপদ শর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিশ^জিৎ রায়, বিকাশ চন্দ্র দাস, প্রতাব চন্দ্র দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা জগদিশ চৌধুরী, মাস্টার দয়াময় দাস, সনাতন যুব সংঘের সভাপতি বিপ্লব কান্তি দাস (অপু), সাধারণ সম্পাদক গৌরাঙ্গ রাম দাস, সহ সভাপতি সুজন রাম দাস, নেবুল রুহি দাস, নির্মল দাস, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের রিপন কুমার দাস, সাগর চৌধুরী প্রমুখ।