বিয়ানীবাজারে নাহিদ, নাসিরসহ দুই শতাধিকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৯:২৭:৩৫ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে গত ৫ আগস্টে নিহত ময়নুল ও রায়হান হত্যার ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। সোমবার নিহত ময়নুলের ইসলামের স্ত্রী শিরিন বেগম ও নিহত রায়হান আহমদের ভাই বোরহান উদ্দিন পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন।
ময়নুল ও রায়হান হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান আড়াই শতাধিক আসামী রয়েছেন। সোমবার গণমাধ্যমে প্রেরিত বিয়ানীবাজার থানার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট নিহত বিয়ানীবাজারের ভ্রাম্যমাণ ব্যবসায়ী ময়নুল হোসেন নিহত হন। তার হত্যা মামলাটি দায়ের করেন তার স্ত্রী শিরিন বেগম। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, জুয়েল আহমদ, সুমন আহমদ (বিমল চন্দ) সহ ২৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮০-৯০ জন অজ্ঞাতনামাকে আসামী করেন। মামলা নং-৭।
একইদিন নিহত কুড়ারবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী রায়হান আহমদের ভাই বোরহান উদ্দিন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদসহ এজাহারনামী ৩০ আসামী নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামী করেন। মামলা নং-০৮।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।