বিয়ানীবাজারে ম্যাগজিনসহ ১২ রাউন্ড গুলি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৯:২৯:০৪ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিয়ানীবাজার থানা আক্রমণ করে লুটে নেয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে কিছু মালামাল উদ্ধার করেছেন পুলিশ সদস্যরা। রোববার রাত সাড়ে ১১টায় পরিত্যক্ত অবস্থায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকা থেকে একটি এসএমজি রাইফেলের ম্যাগাজিন ও চায়না রাইফেলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার সকালে বিয়ানীবাজার থানা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করণে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ছাত্র-জনতা বিজয় উল্লাস করেন। সে সময় কিছু সুযোগসন্ধানী বিকালের দিকে বিয়ানীবাজার থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। একপর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।
বিয়ানীবাজার থানা পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- ১টা ১২ বোর শটগান বার্ট নং-৭৫৯, ৭.৬২ চায়না রাইমোল বার্ট নং-৯৯৬, ৭.৬২ চায়না বাইফেলের গুলি ৫০৪ রাউন্ড, ৭.৬২ পিস্তলের গুলি ৪ রাউন্ড, এমএম পিস্তলের গুলি তরাশ ৪০ রাউন্ড, ১২ বোর, বাটপানের লিউবল কার্তুজ ৬৬ রাউনন্ড, ৭.৬২ এসএমজির ম্যাগজিন্স ৩টি, ৭.৬২ চায়না গুলির চার্জার ১৮টি, রাইফেলের ব্যান্ডালিয়ার ১৮টি, এসএমজির ব্যান্ডালিয়ার ৪টি, গ্যাস মাস্ক ১টি, হ্যাভার সেক্ষ ২টি, ক্লিনিং কি ১০টি।