ওসমানী বিমানবন্দরে আ’লীগ নেতা জামিল ও শামীম আটক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৯:৩২:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটককৃতরা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের আব্দুল রহমান জামিল ও মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম।সোমবার (২৬ আগস্ট) রাতে তাদের আটক করা হয়।
দৈনিক জালালাবাদকে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তারা দুজনে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে জেদ্দাগামী ৯টা ১০ এর ফ্লাইট বিজি-২৩৫ এর যাত্রী ছিলেন। ইমিগ্রেশনে পৌছামাত্র সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তাদেরকে এপিবিএন আটক করে।
তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে কোন থানায় কয়টি মামলা আছে সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। তাদেরকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।