১ মাস পর সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে পারাবত
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৯:৪৫:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ঢাকা-সিলেট-ঢাকা রুটে একমাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। আগামীকাল বুধবার থেকে ট্রেনটি চালু হওয়ার কথা রয়েছে বলে সোমবার জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান।
এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মোঃ নূরুল ইসলাম জানান, আগামী ২৮ আগস্ট থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে সাময়িকভাবে বন্ধ পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনটি চলাচল করবে। যাত্রীরা কাউন্টার ও অনলাইনের মাধ্যমে ট্রেনটির টিকিট ক্রয় করতে পারবেন। সে জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রেলওয়ের অন্য একটি নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেনের ১৩ কোচের রেক কম্পোজিশনের সঙ্গে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কার (ডব্লিউজেসি) যুক্ত করে ১৫ কোচের রেক দিয়ে আগামী বুধবার (২৮ আগস্ট) থেকে পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করবে।
এর আগে গত ১১ আগস্ট বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে। এসময় হামলায় পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গ্লাস ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে, যা সময়সাপেক্ষে ব্যাপার।
তারা আরও জানিয়েছিল, ট্রেন চলাচল চালু করা হলে পারাবত এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। এ অবস্থায় পারাবত এক্সপ্রেস ট্রেন মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে চলাচল বন্ধ থাকবে।
পারাবত এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টা ২০ মিনিটে ছেড়ে সিলেট স্টেশনে পৌঁছায় দুপুর ১টায়। ট্রেনটি সিলেট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছায় রাত ১০টা ৪৫ মিনিটে।