মিরবক্সটুলায় হামলার ঘটনায় মামলা শীর্ষ আ’লীগ নেতৃবৃন্দসহ আসামী ৮৬
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৯:৫৮:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিগত আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার অভিযোগে আরো একটি মামলা দায়ের হয়েছে। গত ৪ আগস্ট (রোববার) নগরীর মিরবক্সটুলাস্থ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হামলা-গুলির অভিযোগে এসএমপির কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) নগরীর ১৬নং ওয়ার্ডের চারাদিঘীর পাড় এলাকার আজিজুর রহমানের ছেলে রুবেল আহমেদ (৩৫) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ শীর্ষ নেতাদের।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি রনজিত সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, আ’লীগ নেতা বিজিত চৌধুরী, শ্রমিক লীগের ইয়াসীন সুমন, মঞ্জুরুল বারী চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, জেলা সভাপতি আফসর আজিজ, আতিকুর রহমান শিপু, শিমুল আহমদ, রুহেল আহমদ, শেরুল আহমদ উরফে সাগর, ফয়ছল মিয়া, বিক্রম কর স¤্রাট, আলী আশরাফ খান মাসুম, সৈয়দ আরিফ আহমদ, প্রবাল চৌধুরী পুজন, ইয়াকুব আলী, সজল দাস অনিক, মেহেদি হাসান রিপন, জাফর মিয়া, পীযুষ কান্তি দে, আবুল কালাম আজাদ লায়েক, ইফতেখার হোসেন রাহিদ, জুবায়ের আহমদ, কামরুজ্জামান বাবু, সুমন ইসলাম, দিনার, বিপ্লব পুরকায়স্থ, পিয়াং শ্যাম, সারওয়ার আলম সাদ্দামসহ ৮৬ জন।
দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রনজিত সরকারসহ ৮৬ জনের নাম উল্লেখ করেছেন। আরও আসামি করেছন অজ্ঞাত ৪০-৫০ জনকে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন এবং দ-বিধির বিভিন্ন ধারায় এই মামলা দায়ের হয়েছে।