মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ৬:৫৯:১৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ এর পদত্যাগ ও তার সিন্ডিকেটের অপসারণ এবং বিচার চেয়ে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ গেইট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সুমন আহমদ, একাদশ শ্রেণীর তানভীর আহমদ, গণিত বিভাগের আরাফাত রহমান, একাদশ শ্রেণির সুমাইয়া আক্তার, একাদশ শ্রেণির কাওসার হোসাইন, একাদশ শ্রেণির জান্নাতসহ আরো অন্যান্য।
শিক্ষার্থীরা বলেন, কলেজ অধ্যক্ষের দ্রুত অপসারণ ও তার দ্বারা গঠিত সকল সিন্ডিকেট কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। পাশাপাশি তার সাথে জড়িত দোসরদের বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে।