জেএসডির আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ৭:২৭:৫১ অপরাহ্ন
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, ফ্যাসিবাদের লজ্জাজনক পতনের পর পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্যে সৃষ্টিতে লিপ্ত। এদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
২৬ আগস্ট রাতে নগরীর হাওয়াপাড়াস্থ কার্যালয়ে সিলেট জেলা জেএসডি এর উদ্যোগে ‘ছাত্র গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জেএসডির যুগ্ম আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সভাপতিত্বে ও শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রবাসী নেতা চৌধুরী শাহেদ কামাল টিটু, জেএসডির সদস্য এইচ এম এ শিবলী, মাসুক আহমদ, বেলায়েত হোসেন বেলু ও শ্রমিক নেতা ফরাজ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি