বন্যার্তদের সিলেট মিলেনিয়াম ব্যাচের নগদ অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ৭:২৯:১৮ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, সাম্প্রতিক বন্যা আমাদের কাঁদিয়েছে। কিছু জায়গায় দু’তলা পর্যন্ত পানি, একজন মুসলমান ইন্তেকালের পর দাফনের জন্য জায়গা নেই, প্রবাহমান স্রোতে মানুষের মৃত্যুর সংবাদ শুনে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অন্যদিকে, বন্যার্তদের জন্য মানুষের ত্যাগ ও কষ্ট দেখে অভিভূত হই, অনুপ্রাণিত হই। ছোট্ট কিশোর উমরাহ’র জন্য জমানো টাকা দান করেছে, অসুস্থ ও পঙ্গু ভিক্ষুক পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ৪ বছর পূর্বে ইন্তেকাল করা মায়ের আবেগ মিশ্রিত স্মৃতি জমানো টাকা মধ্য বয়সী সন্তান জমা দিচ্ছেন- এমন দৃশ্য দেখে চোখে পানি আসাই স্বাভাবিক।
তিনি সোমবার মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার ৪টি স্পটে বন্যা কবলিত ২৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট মিলেনিয়াম ব্যাচ (এসএসসি-২০০০ ও এইচএসসি-২০০২) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মিলেনিয়াম ব্যাচের দায়িত্বশীল সদস্য যথাক্রমে- ডাক্তার জাকির হোসাইন, মির্জা হুমায়ুন কবীর জনি, আব্দুল্লাহ আল মাহমুদ, আলী আমজাদ চৌধুরী রাশেদ, চৌধুরী তৌহিদ হাসিব, তানজিলুর রহমান নবীন, সৈয়দ জামাল উদ্দিন তুহিন, মোহাম্মদ আল আমিন, মিলু চৌধুরী, আতাউল গনি ইমন, আব্দুল্লাহ আল মামুন, আফাজ জনি, জহির এশু, শিহন, কর্ণ, এরশাদ, মুজিবুর রহমান ও মোস্তাক আহমদ।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন ও উপস্থিত ছিলেন আবুর রায়হান শাহীন, মাওলানা তরিকুল ইসলাম খান, শেখ রায়হান আহমদ, জুয়েল আহমদ সোহেল, আতিকুর রহমান তারেক, মাওলানা দিলদার উদ্দিন, আব্দুল আজিজ ও হাসান আল বান্না রাহী। বিজ্ঞপ্তি