গুমের ঘটনা তদন্তে কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ৮:১৭:৪৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: গত ১৬ বছরে র্যাব,পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, নূর খান, নাবিলা ইদ্রিস, সাজ্জাদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় নীতিগত সিদ্ধান্ত হয় গুমের ঘটনাগুলো তদন্তে একটি কমিশন গঠনের উপদেষ্টা পরিষদের ঐ সভায় সভাপতিত্বে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।