কার্ডিফে দারুল ক্বিরাতের ফলাফল ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ৮:৫২:০৬ অপরাহ্ন
সংবাদদাতা:
ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত-২০২৪ এর ফলাফল, সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার সম্পন্ন হয়।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত শাখা কমিটির চেয়ারম্যান লিলু মিয়ার সভাপতিত্বে কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ও শাখার শিক্ষক ক্বারী মোঃ মোজাম্মেল আলী ও মাওলানা আসাদুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক।
কুরআন থেকে তেলাওয়াত করেন রাবে জামাতের শিক্ষার্থী খাদিজা আলী নুহা ও নাসির উদ্দিন, ছানি জামাতের ছাত্র মুহসীন আলী। নাশিদ পরিবেশন করেন হুমায়রা আলম, আব্দুল শাহিন ও সাইদুল ইসলাম।
বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট শেখ আনোয়ার, শাখার নাজিম ও প্রধান ক্বারী মাওলানা আব্দুল মুক্তাদির, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ সাধারণ সম্পাদক হারুন তালুকদার, কাউন্সিলর দিলোয়ার আলী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মকিস মনসুর, মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম ও সদস্য আফজল খান।