মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার্তদের পূবালী ব্যাংকের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ৮:৪৭:২৫ অপরাহ্ন
পূবালী ব্যাংক পিএলসি’র সিলেট বিভাগের তিন অঞ্চলের উদ্যোগে মৌলভীবাজার ও হবিগঞ্জের ছয়শত বন্যাপীড়িত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী এ কার্যক্রমে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিকেলে হবিগঞ্জ সদরের রিচি ইউনিয়নের ‘জালালাবাদ নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে তিন শত পরিবারের মাঝে ত্রাণস্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও ডিজিএম মো: ফজলুল কবির চৌধুরী, মৌলভীবাজার অঞ্চল প্রধান ও ডিজিএম মো. মুশফিকুর রহমান, হবিগঞ্জ শাখার এজিএম বাবুল চন্দ্র দাশ, বানিয়াচং শাখার ব্যবস্থাপক রোটারিয়ান নোমান মিয়া, সাবেক ইউপি মেম্বার মো. অলিউর রহমান প্রমুখ।
এদিকে, দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার মনু ও কুশিয়ারা নদীর সংযোগস্থল মনুমুখ ইউনিয়নের চাঁনপুর, সুজননগর, আখাইলকুড়া ইউনিয়নের গুচ্ছগ্রামের তিন শত বন্যার্তের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যাংকের পৃথক আরেকটি দল। সিলেট শাখার এজিএম প্রদ্যোৎ কান্তি দাশের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জকিগঞ্জের কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক জয়নাল আহমদ, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক রাজদ্বীপ রায়, বরইকান্দি শাখার ব্যবস্থাপক আবু হানিফা রনি, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক নির্মল কান্তি দাশ, চৌকিদেখী শাখার ব্যবস্থাপক বিনায়ক চক্রবর্তী, লালাবাজার শাখার ব্যবস্থাপক মো. মনির হোসেন প্রমুখ।