সাবেক স্বরাষ্ট্র-সেতুমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে গোয়াইনঘাটে মামলা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ১০:০৯:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পতিত আওয়ামী সরকারের মন্ত্রী-এমপি, দলীয় নেতাকর্মী ও পুলিশের বিরুদ্ধে মামলা অব্যাহত রয়েছে। এবার গোয়াইনঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলা উল্লেখযোগ্য আসামি হলেন- সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিলেট-৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমাম উদ্দিন সাদেক ও ঘটনার সময়ের গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম।
মঙ্গলবার (২৭ আগস্ট) ঘটনায় সিলেট জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেছেন আব্দুন নুর বিলাল (৬৫)। তিনি গোয়াইঘাটের মাতুরতল বাজার এলাকার ফেনাইকোনা গ্রামের বাসিন্দা। ৫ আগস্ট শেখ হাসিনার দেশছাড়ার পর সিলেটের গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে আনন্দমিছিলে হামলা ও গুলি চালিয়ে সুমন মিয়া (২০) নামের এক তরুণ নিহতের ঘটনায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হলেন- ঐ দিন সুমন মিয়া (২০) এর পিতা আব্দুন নুর বিলাল (৬৫)। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ৬৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাত আরো ১০০/১৫০ জনকে আসামী করা হয়।
মামলার আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এফ.আই.আর করার নির্দেশে দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম।