রাজনগরে জামায়াতের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৬:৫৩:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: আকস্মিক বন্যায় আশ্রয়কেন্দ্র ও পানিতে নিমজ্জিত বাসাবাড়িতে ডায়রিয়া, সর্দি জ্বর প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। রাজনগর সরকারি কলেজে বুধবার দিনব্যাপী ৮ জন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিছবাহ উল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মোঃ আব্দুল মান্নান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সেক্রেটারী মো: ইয়ামির আলী, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসাইন বাবলু, মাসুমুর রহমান রাসেল, হাফেজ রায়হান, ফয়ছল আহমেদ, হাফেজ হাসান আহমেদ প্রমুখ।
চিকিৎসক প্যানেলে ছিলেন ডাঃ আব্দুস সালাম টিটু, ডাঃ জাকির হোসেন মুন্না, ডাঃ সাইফুল্লাহ তানভীর, ডাঃ মুহাইমিন আহমদ ইমন এর নেতৃত্বে ৮ জন অভিজ্ঞ চিকিৎসক। এসময় বিভিন্ন রোগের ২৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধপত্র দেয়া হয়।