কুলাউড়ায় রেফারি অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৬:৫৫:০৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি এনায়েত জিল্লুর কবীর বদরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসা আহমেদ সুয়েটের পরিচালনায় উপস্থিত সদস্যদের কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়। সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির চেয়ারম্যান মনিরুল ইসলাম, ডেপুটি চেয়ারম্যান ইব্রাহীম নেছার, এম ফয়েজ উদ্দিন, আব্দুল মুকিত মিকির আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি বদরুল ও সাধারণ সম্পাদক মুসা ছাড়াও স্থান পেয়েছেন সিনিয়র সহসভাপতি হামিদুর রহমান চৌধুরী মুরাদ, সহসভাপতি সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম শাহীন, দপ্তর সম্পাদক রিয়াজ আহমেদ শিপন, অর্থ সম্পাদক ফখরুল আমিন।
সদস্য তাজুল ইসলাম সাইকুল, সোহেল আহমেদ, এমদাদুল ইসলাম চৌধুরী, জমশেদ তালুকদার, সাদেকুর রহমান, খায়রুল ইসলাম মন্টু, জাহাঙ্গীর আহমেদ, জালাল আহমেদ, হাবিবুর রহমান খান, রুকনুজ্জামান রুকন, জাকারিয়া আলম মিতুল, ইমা আক্তার ও সহযোগী সদস্য তুতিউর রহমান, আমীর খসরু, ফরিদ আহমদ, মিয়া মো. শাহীন ও শাক্কু আহমেদ।