দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৭:০১:৩১ অপরাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার বেলা ১১টায় সিলেট নগরীর রিকাবীজারস্থ নজরুল অডিটোরিয়ামের মুক্তাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
ফোরামের কেন্দ্রীয় সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজ-বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, রফিকুল ইসলাম শিতাব, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহিদুর রহমান জুনু প্রমুখ।
ফাতেহা পাঠ শেষে বিদ্রোহী কবির রূহের মাগফেরাত ও বেহেশতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি