গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৭:১৮:৪৪ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বন্যার্তদের মাঝে যুক্তরাজ্যের লুটনে অবস্থানরত সিলেটিদের সংগঠন গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন ইউকে এর পক্ষ থেকে উপজেলার ৮টি গ্রামের ১৮০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার দিনব্যাপী খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জামাল উদ্দিন, শামীম আহমদ, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জামাদুল ইসলাম, জুড়ী মোহাম্মদীয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সুপার এম এ মকসুদ জুনেদ, জুড়ী মানবিক সোসাইটির নির্বাহী সদস্য এম কামরুল ইসলাম, পশ্চিম ভবানীপুর জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল ইসলাম, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শাকিল আহমদ, আব্দুল মমিত, জাবেল আহমদ, সাংবাদিক সালমান হোসাইন প্রমুখ।