মৌলভীবাজারে বন্যার্তদের আকবেটের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৭:২৫:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে আকবেট সিলেট খাদ্য সামগ্রী বিতরণ করেছে।বুধবার দুপুরে জেলার রাজনগর উপজেলার কদমহাটা এলাকা ও কদমহাটা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে থাকা বন্যাদুর্গত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মৌলভীবাজার জেলা সভাপতি ও জিএসসি ইউকে এর মৌলভীবাজার জেলা সভাপতি ডা: ছাদিক আহমদ, প্রফেসর আব্দুল ওয়াদূদ, সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এস.এম উমেদ আলী, ইমাদ উদ দীন, প্রফেসর রফি উদ্দিন আহমদ, সাংস্কৃতিকর্মী রুয়েল আহমদ প্রমুখ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ ও লবণ।