আলেম-উলামারা জাতির কল্যাণে ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছেন: সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৭:৩০:৫২ অপরাহ্ন
গোলাপগঞ্জ সংবাদদাতা: আলেম-উলামারা জাতির জাগ্রত বিবেক-দুঃসময়ের কা-ারি, নবীগণের উত্তরসূরি। তাই দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আলেম সমাজকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
মঙ্গলবার রাতে সিলেটের গোলাপগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সমমনা ইসলামি দলসমূহের দায়িত্বশীল উলামা মাশায়েখগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও নায়েবে আমীর রেহান উদ্দিন রায়হানের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ নজমুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সামসুদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল আহাদ, ঘোগারকুল মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন, ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন, কাজী সাঈদ আহমদ, মাওলানা ফয়সল আহমদ, বড় মোকাম মসজিদের ইমাম মাওলানা আসাদুর রহমান, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার নুরুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক মাওলানা আব্দুল জলিল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, পৌর জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল কাদির, শুরা ও কর্মপরিষদ সদস্য মুরাদ খান শাহীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনাম উদ্দিন, সেক্রেটারি শিপু আহমদ, ছাত্র শিবিরের (সদর) সভাপতি সাজ্জাদুর রহমান নিপু, সাংগঠনিক সম্পাদক (সদর) জাকারিয়া আহমদ, সাবেক ছাত্রনেতা রিমন আহমদ, সাদিকুর রহমান প্রমুখ।