সিলেটে ফেন্সিডিলসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৭:৫৭:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ৩০ বোতল ফেন্সিডিলসহ মো. দেলোয়ার হোসেন (৩৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক দেলোয়ার কোম্পানীগঞ্জ থানার জীবনপুর গ্রামের সরাফত আলীর ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯ টার দিকে এয়ারপোর্ট থানার বড়শলা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এসময় সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।